রামী চন্ডীদাস
রামী চন্ডীদাস
খোলা চুলে আঁখি মেলে আকাশ দেখো তুমি,
তোমায় দেখবো বলে ছটফট করি আমি,
তুমি সকল কিছুর চেয়ে দামী,
সেটা ভালো জানেন অন্তর্যামী,
তবু বাধা দেন ভূস্বামী,
দেবো প্রেমের হামি,
দেখো রামী
আমায়।
তোমায়
বাসবো ভালো
আমায় চন্ডীদাস বলো
হৃদয়ে তোমার হৃদয় ডালো
হাতে হাত রেখে ঘরে চলো
আমরা সুখের সংসার গড়ে তুলবো ভালো
তোমার রূপে গুণে সেথায় পড়বে পুণ্যের আলো।
