STORYMIRROR

Rashmita Das

Abstract Classics Others

3  

Rashmita Das

Abstract Classics Others

ক্লিওপেট্রা

ক্লিওপেট্রা

1 min
201

---ক্লিওপেট্রা---

কলমে-রশ্মিতা দাস


আকাশচুম্বী চূড়ায় আঁকা

কোন সে অতল আঁখি,

মণির কোঠায় লুকোনো আগুন

জ্বলেছে ধিকিধিকি।


পিরামিডের দেওয়াল জুড়ে

খোদিত গহীন কথা,

ক্লিওপেট্রার কামুক নেশার

অরূপ কাব্যগাঁথা।


আভিজাত্যের শোণিতের ঢেউয়ে

দুর্বার ঝড় তুলে,

রচেন অতলস্পর্শী মায়া

ইতিহাস কথা বলে।


ফুলের পরাগ মেনেছে হার

শ্রান্ত স্বর্গ কানন,

যাদুর মন্ত্রে পরাগ রেণুতে

সুবাস হয়েছে হরণ।


পুষ্পে শোভিত সৌরভে হেনে

উন্মাদ কাম-ধ্বনি,

চোখের তারায় বজ্রনিনাদ,

নেশাতুর মোমদানি...


জুলিয়াস সিজারের প্রতাপ,

অগ্নি-পরাক্রম,

ক্লিওপেট্রার আবেদনে

হারিয়েছে সংযম।


যুদ্ধজয়ের দাবার ঘুঁটির

আড়ালে হয়ে বন্দী

বহ্নিশিখায় আত্মাহুতি,

ক্ষুরধার অভিসন্ধি।


অষ্টপাদের জালের ন্যায়ে

শাণিত তীর বিঁধে,

পুরুষ হৃদয়ে খেলেন জুয়া,

মাতেন প্রতিশোধে।


প্রেমের দেবী আইসিস

জেগে ওঠেন রানীর দেহে,

অ্যান্টনির আহ্বানের সুরে

জাগেন প্রখর দাহে।


প্রণয় তরীর তুমুল স্রোতে

আপন অসি হেনে,

ভ্রমর রানীর ন্যায়েই মত্ত

আপন সিংহাসনে।


সর্পের দংশনে নাছোড়

রানীর অগ্নিশিখা,

বিষের নীলে আত্মহনন

রক্ত দিয়ে লেখা।


পান্ডিত্যের প্রশান্তে তাঁর

দাপট বড় খর,

ক্লিওপেট্রার অতল মায়ায়

আজও নীরব মিশর...


Rate this content
Log in

Similar bengali poem from Abstract