দেবাদিদেব
দেবাদিদেব
ভক্তের ডাক তুমি কখনো করো নি উপেক্ষা,
পূর্ন করেছ সবার ইচ্ছা, করিয়ে কিঞ্চিৎ অপেক্ষা,
সাড়া দিয়েছ তুমি সকলের আবেদনে,
বরাবরই হয়েছ তুষ্ট ভক্তের ক্ষুদ্র নিবেদনে।
তোমার কাছে সবাই আপন,
হোক সে রাম, কিংবা হোক সে রাবন,
তোমার কাছে সবাই সমান,
'হেয়' শব্দ টা তোমার কাছে বড়ো বেমানান।
বাঁচাতে অস্তিত্ব ত্রিলোকের,
হয়েছিলে তুমি নীলকন্ঠ,
সকল কে দিয়ে অমৃত-র আস্বাদ,
স্বাদরে গ্রহণ করেছিলে গরল এর স্বাদ।
হয়েছিলে কাবু, বিষের তীব্র দহনে,
এসেছিল মা পার্বতী তোমার শয়নে,
করিয়ে মা পার্বতী তার স্তনদুগ্ধ পান,
ফিরিয়ে ছিলেন তোমার অমূল্য প্রাণ।
তোমাকে দিয়ে শুরু হয় এই পৃথিবীর সব মন্ত্র,
'ওম' শব্দ দিয়ে পরিপূর্ন হয় সকলের বাগযন্ত্র।
যা কিছু শ্রদ্ধা আছে সকলের মননে,
নিবেদন করে সবাই তোমার চরণে।
সবর্দা বাড়িয়েছ তুমি আশীর্বাদ এর হাত,
কারণ তুমি ই তো অনাথের নাথ।
না চাইতেই তুমি দিয়েছ অনেক কিছু,
ভক্তের তুমি হতে দাও না অমঙ্গল কোন কিছু।
তুমি ই ধর্ম, তুমি ই কর্ম,
তুমি ই যোগী, তুমি ই ত্যাগী,
তুমি ই একম, তুমি ই অদ্বিতীয়ম,
তুমি ই স্বামী, তুমি ই স্বয়ম্ভু।
