তরঙ্গিনী
তরঙ্গিনী
সময়ের সাথে মিলিয়ে ছন্দ,
চলেছ তুমি আপন তালে
পৃথিবী ভোলে তার সমস্ত দ্বন্দ্ব,
প্রকৃতি এসে মিশেছে যে তোমার জলে।
এই পৃথিবীর সব ভালোবাসা,
প্রবাহিত যে হয় তোমার আশায়।
কতকিছু যায় বয়ে যায়,
কেহ তাহা হিসাব না পায়।
বইছ তুমি কেটে আঁকিবুকি,
ভালোবাসার ফসল তোমার তীরে দেয় উঁকি।
করে নিয়েছ তুমি সবার মধ্যে স্থান,
করেছ সঞ্চার এই ধরিত্রীর বুকে প্রাণ।
তোমার রূপের মহিমা দেখে,
কত যে লেখক কাব্য লেখে।
কেউ বা লেখে গান,
খুঁজে নিয়ে তোমার ছন্দের প্রাণ।
তোমার স্পর্শ পেয়ে সবাই হতে চায় শুদ্ধ,
তুমি ছাড়া চলার পথ যে অবরুদ্ধ।
তুমি না থাকলে সবকিছুই যে ম্লান,
রেখেছ ধরে তুমি এই পৃথিবীর প্রাণ।
তোমার রাস্তা তুমি নিজে কর ঠিক,
নিজেই নিজেকে দাও অন্য এক দিক।
তোমার চলার পথ যেন না হয় শেষ,
এই পৃথিবীর যেন কোনোদিন না হয় ক্লেশ।
