নিত্য তোমার প্রাঙ্গনে
নিত্য তোমার প্রাঙ্গনে
আমার এ প্রাণ ছুটে যেতে চায়
কোন অজানা প্রেমের টানে
নাইকো যেথায় ভেদ বিচ্ছেদ
নাইকো মনে ক্লেশ
আছে প্রেমের প্রদীপ জ্বালা
নিশীথে ফুলের মালা
সখা তোমারি আলাপে ভাসি গগনে
নিত্য নুতন বেশে
বুঝেও তোমাকে পারিনা বুঝিতে
ঘুরে মরি যুগে যুগে
কোন অপরূপ রূপের মোহে
রাখো মজায়ে বাসনা জাগায়ে
আমি শুধু ভাবি
মনে মনে ছবি আঁকি
ঘন বর্ষায় বিন্দু পাতায়
পড়িব ঝরে নিশ্ছিদ্র সন্ধ্যায়
দিনের শেষে তব আঙিনায়
তবু এ পরান বারে বারে ধায়
তোমারি ছোঁয়া পেতে
হিমেল বাতাসে বসন্তের প্রভাতে
উঠবে ফুটে পুস্প হয়ে
নিত্য তোমার প্রাঙ্গনে
