নকলের কেল্লা ভেঙে যাবে আসলের ঝড়ে
নকলের কেল্লা ভেঙে যাবে আসলের ঝড়ে
আমরা সকলে মানুষের বাইরেটা নিয়ে করি মাতামাতি,
জগতে চাওয়া পাওয়া নিয়ে করি হাতাহাতি,
সবাই বড়ো হতে চায় রাতারাতি,
হাতিয়ে নিতে চায় ইতিউতি,
সততাই নেই মতি
করি দুর্নীতি
সম্পত্তি
বাড়ে
বিপুল হারে
সবল দুর্বলে মারে
খুন ধর্ষণ ঘুষ চারিধারে
সবাই বিশ্বাসের টুটি চেপে ধরে
সঠিক বিচার কাঁদে পাপের অন্ধকার ঘরে
নকলের কেল্লা একদিন ভেঙে যাবে আসলের ঝড়ে।
