অসহায়
অসহায়
আবার আসো প্রিয় বন্ধু, নেই তো কী দরকার, তুমি আমার প্রণয়িনী, সব সময় আমার সঙ্গে থাকো।
চারিদিকে দেখতে দেখতে ভালো লাগে আমি, তুমি যে সেই আশা, যেই আলো আমার অন্ধকারে দেবো।
তুমি আমার প্রিয় আশা, অসহায় লোকের বাসা, আমি থাকতে পারি সারাজীবন, তুমি আমার অনুজ আশা।
প্রবাহী নদীর মতো, আমার ভালোবাসা প্রসারিত, তুমি আমার সাথে থাকো, হৃদয় আনন্দে প্রকাশিত।
অসহায় হৃদয়ে ভালোবাসা তোমার, তুমি আমার সঙ্গে থাকো, প্রিয় এই অসহায় লোকজন আমার।
যেটা অকারনে ভাসিতে পারে না প্রেমের ভুবনে, তুমি আমার কাছে সেই প্রিয়, আমার জীবনের রঙিন স্বপ্নে।
সব সময় আমার সঙ্গে থাকো, আমি ছাড়া তুমি নাহি, প্রিয় অসহায় লোকজন, আমার সাথে থাকো সব আলোতে, সব বাতাসে, সব বৃষ্টির ঝর্ণাতে সম্পূর্ণ প্রেমের সাথে।
