মেয়েদের জীবন
মেয়েদের জীবন
অতীত প্রান্তরে যেমন স্নিগ্ধ সন্ধ্যা, তোমাদের জীবনে আজও আলোর বিচিত্র রঙ্গধুইয়া।
শক্তি ও সৌন্দর্য যুদ্ধে যেমন মুগ্ধ তুমি, অবিচ্ছিন্ন আত্মবিশ্বাসে নতুন আলোকে প্রকাশে শক্তি।
প্রতিদিনের মুখোমুখি যুদ্ধে সাহসের নাচ, তাড়াতাড়ি সমাধানে নতুন রূপে লক্ষ্য তুমি।
প্রেমের গল্পে ক্রমশ এক নতুন পৃষ্ঠা, আবেগের সাগরে অন্তর্মুখী বাতাসে স্বপ্নধারা।
বিশ্বাসের গাঁথ সৃষ্টির মোড় বন্ধনী, স্বপ্নের জগতে পাহাড়ের মতো অধীন।
ভাবনার প্রান্তরে অবিচল এক অশ্রুরেখা, সময়ের সারাংশে সৃষ্টির স্পন্দন তুমি।
জীবনের সব মেলায় তোমার সাথে সুখ, প্রেমের মাগধ মধুর মিষ্টি নিয়ে প্রভু।
কবিতার সৃষ্টি করেছি এই মোমবাতি মধুরেখা, মেয়েদের জীবনে যে সব ছোঁয়া আলোক প্রভু।
আশা করি এই কবিতা তোমাদের জীবনের সমৃদ্ধি, সমৃদ্ধি,
আনন্দ এবং সম্মানের মাধুর্যপূর্ণ মিষ্টি সৃষ্টি করবে।
সবসময় আত্মবিশ্বাস এবং সাহসের সাথে অগ্রসর
হোক, এবং স্বপ্নকে পুরন করতে না ভুলে আগামীর দিকে অগ্রসর হোক।
