STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

পাহাড় ঘেরা রাণী

পাহাড় ঘেরা রাণী

1 min
176


যমুনেত্রী দর্শন করে নেমে এলাম গাড়ি করে,

  রাত্রি আটটা হয়ে গেল শিয়ানচটি গড়ে,

    মাথার উপরে অঝড়ে তুষার ঝরে,

      নামার উপায় নেই পড়ে,

        সেই ঘুটঘুটে আঁধারে,

           একটা ঘরে,

             রাত্রিবাস ,

             অবকাশ ,

           অন্যত্র থাকার,

         সকালে উঠে দেখার,

        আর পালা অবাক হবার,

    ছোট্ট ভেলি চারদিকে উতঙ্গ পাহাড় ,

   পাশেই পথ নীল জলের যমুনা মাতার, 

 পাহাড় ঘেরা রূপের রাণী শিয়ানচটি নাম যাহার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract