STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Fantasy Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Fantasy Inspirational Others

যৌবন

যৌবন

1 min
154

সব প্রশংসা যৌবনের - বার্ধক্যের নয়

যৌবন সবার সাহসে ভরা,বার্ধক্যে ভয়

যুবক মনের বহিঃপ্রকাশ তার কর্মে

বার্ধক্যের প্রকাশ তাঁর বয়সের ধর্মে ।

আকাশ ছোঁয়া পাহাড় দেখে

চিন্তায় যে পরল

তার জন্য মাউন্ট এভারেস্ট নয়

ঘরের কোণটা রইলো ।


চিন্তাহীন উদ্যমতা মনে যার বল

ভীতিযুক্ত মন নিয়ে পিছু হেটে চল

এই পৃথিবী মুঠিবন্ধ প্রাণে শক্তি যার

সর্বত্র সাফল্যের জয়ধ্বনি তার।


ভয় নিয়ে সফল হয় না, হয় সর্বশক্তি ক্ষয়

বুকের তাজা সাহস দিয়ে ছিনিয়ে আনো জয়

যৌবনের শক্তিতে হৃদয়ের চিন্তা থাকুক দূরে

প্রাণশক্তি উদয় কখন হারিয়ে না যায় ভয়ে ।


"সৃষ্টি যত বিনাশ তত "

জীবনের জন্য মরণ

লড়াই ময়দানে "বীরের" মত

নয় পরাজয় বরণ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy