STORYMIRROR

Manik Goswami

Inspirational Others

4.0  

Manik Goswami

Inspirational Others

যাত্রালগ্নে

যাত্রালগ্নে

1 min
272



আমরা সজীব, আমরা নবীন, নিয়েছি শিকল ভাঙার পণ;

আমরা চপল, আমরা সবল, ধরাবো ক|রার দ্বারে ভাঙ্গন |

   শপথ নিয়েছি আজ দুর্জয়

   দুর্গম পথে করিবই জয়,

হারিবনা কভু, ললাটে পরিব রক্ত তিলক সাজ;

রহিব অটল নিজ নিজ কাজে সংগ্রামী মোরা আজ |


অন্ধকারের বুক চিরে আজ আনিব আলোক শিখা,

নতুন ইতিহাসের পাতায় রবে সে রক্তে লিখা |

    আমরা যাত্রী দুর্গম পথে

    প্রহরী মোদের আমরাই সাথে,

নতুন পথের সন্ধান মোরা সত্য পেয়েছি আজ,

ছুটিব আজিকে দুর্দম বেগে নাই কোনো ভয়, লাজ |


সম্মুখে বীর পড়িবে অনেক, হইবে ভূতল শয়ান;

পশ্চাতে রাখি সঙ্গী ভায়েরে, হইবো অগ্রমান |

   সম্মুখে বাধা পাইবো অনেক

   বেদনা, ব্যথাও পাইবো ক্ষণেক;

মুছে ফেলি সে অশ্রুধারায় আবার গাহিব গান,

ফুটিবে আবার হাসিটি মুখের, নবারুণে আহ্বান |


আনিব আমরা নতুন জীবন, ব্যস্ত তাই যে মোরা;

স্বপ্ন মোদের করিতে সফল ছুটিতেছি তাই ত্বরা |

    ভবিষ্যতের বাস্তব আজি

    স্বপ্নের ডালা ভরায়েছে সাজি,

যত্ন করেই অনেক আশায় বুকেতে রেখেছি ধরি,

যাত্রা করেছি দুর্গম পথে, দেবতারে মনে স্মরি |


আবার বাতাসে ছুটিবে সুবাস নতুন পুস্প হতে,

তাই দূর হতে জানাই প্রণাম স্বপ্ন-শুভ্র-প্রাতে |



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational