STORYMIRROR

Nabanita Patra

Inspirational Others

3  

Nabanita Patra

Inspirational Others

উত্থান

উত্থান

1 min
228

তুমি সদা হও অগ্রসর,

যতই জীবন হয়ে উঠুক ধূসর।

আঁধার সরিয়ে হও তুমি উদ্ভব,

পর্বতের মত সাহসী হয়ে বাড়াও দেশের গৌরব।


তুমি উদ্ভব হও ওই অবিনশ্বর সূর্যের মত,

যিনি নিত্য অস্ত হয়ে রজনীর কাছে করে মাথানত,

কিন্তু প্রতিদিন উদয় হয়,

নিয়ে আশার আলো শত শত।


তুমি হও মহাসমুদ্রের মত,

কখনো শান্ত, কখনো উত্তাল,

নিমেষেই নিয়ে আসে প্রলয়, হয়ে মহাকাল।


তুমি হও ওই বৃক্ষের মত,

ক্ষুদ্র বীজ থেকে হয়ে উদ্ভূত,

ক্রমে ক্রমে বেড়ে হয় বৃহত্তম,

প্রাণীদের প্রাণ বাঁচায় অবিরত।


হও তুমি এদের মত মহান,

যতই আসুক বাধা,

থেমোনা কখনো,

করো তুমি সংগ্রাম হয়ে অনীকের সমান।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational