STORYMIRROR

Nityananda Banerjee

Tragedy Classics

4  

Nityananda Banerjee

Tragedy Classics

উৎসবের দিনগুলো

উৎসবের দিনগুলো

1 min
352

আজি আশ্বিনে উৎসব দিনে প্রভাত রাঙা রবি,

কবে ম্লান হয় সেই সংশয় দেহে মনে তার ছবি ,

ফুলকলিবৎ করে সংগত আশঙ্কার অনুভব ,

বরষার গান অসময় তান তোলে করি' কলরব ।

শারদ আকাশ ধবধবে কাশ সকলে জানায় পূজো,

ঘন নিম্নচাপ বাড়ায় উত্তাপ ছাতাগুলো সব খুঁজো ।

পড়ে ছত্রাক নতুন পোষাক কেনাকাটা সব ছার ,

বরষার ধুম শুখা মরসুম আকাশের মুখ ভার ।

আসে উৎসব মহা অনুভব আর কয়দিন পরে,

পূজো ভাইফোঁটা তাই এত ছোটা উৎসব আসরে ।

তবু মনে রঙ ঝেড়ে দিয়ে জঙ আনন্দের দহনে,

উৎসব দিন সুচির রঙীন অন্তরের অতি গহনে ।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy