উৎসব !!
উৎসব !!
তেভাগা আন্দোলনে রক্ত-রঙা ঝাণ্ডা
তুলে নিয়ে ছিলো হাতে যারা,
অভুক্ত জীর্ণ শরীরেও
কাস্তে, বল্লম, তির-ধনুক
কিংবা লাঠি হাতে
দাঁড়িয়ে ছিলো বুলেটের সামনে,
আজ তারা ইতিহাসে....
বর্গা এলো, বর্গীরা কি গেল ??
খাদ্যের দাবি আবারো উত্তাল
মহল্লা থেকে মহল্লা পারে,
বুকের রক্তে লাল ঝাণ্ডা
কালচে লাল করে দিয়ে
বিদায় নিল নূরুল ইসলাম রা
তবুও অনাহার কাটেনা
নূরুল ইসলাম এর মায়েদের !!
কখনও আমের আঁটি ও
বাড়ন্ত হয় আমলা শোলে,
আর অনাহারে আজো মরে
কুঁড়ে ঘরে দিন কাটানো
"শবরে"......!!!
আর তবুও দেখি
আয়োজনে অঢেলে
রাজা-প্রজা মেতে আছে
স্বাধীনতা বা প্রজাতন্ত্র উৎসবে ....!!