তুমি কি পেলে
তুমি কি পেলে
তুমি আমার দিনের সূর্যকে ঢেকে দিলে
রাতের চাঁদের ওপর আঁধার লেপে দিলে
স্বপ্নগুলো ধূলো করলে আশাগুলো আহত করলে
মনটাকে কাচের মত ভেঙে দিলে
রাতের ঘুমটাও কেড়ে নিলে
সারাদিনের শান্তিও নষ্ট করে দিলে
জীবনে অনেক কষ্ট পেয়েছি
কিন্তুএমন কষ্ট আর কেউ দেয়নি
যদি জানতে পারতাম তুমি কি পেলে?
সত্যিই কি বেশি দামি কিছু পেয়ে গেছো?
