STORYMIRROR

Mausumi Pramanik

Drama

4  

Mausumi Pramanik

Drama

তুমি ছিলে না আমার সাথে

তুমি ছিলে না আমার সাথে

1 min
1.1K

তুমি ছিলে না আমার সাথে, পুতুল খেলায়…

তোমায় খুঁজে পাইনি সেদিন, গোধূলী বেলায়…

হঠাৎ করে কেন এলে ঝড়ের বেশে…

মনটা নিমেষে উড়িয়ে নিয়ে গেলে,

হাজার যোজন দূরে…কোন নিরুদ্দেশে।


তুমি বলো প্রেম নাকি সহজে আসে না

হয়ে যায় নিজের অজান্তে,

তোমার পাথর-কঠিন মনও বিগলিত হয়

ভালোবাসারই ঘায়ে…দিনান্তে।


আমার পছন্দ, তোমার ভাল লাগা

মিলে মিশে বহমান কোন পাহাড়ি অববাহিকায়…

মানসিকতার ভেদাভেদ ধুয়ে মুছে স্বচ্ছ হয়

টিপটিপ বৃষ্টির ফোঁটায়…

ঢেউ-তরঙ্গ ভাসিয়ে নিয়ে যায় একতারার গান,

আমার তানপুরা’টির সুরের মূর্চ্ছনায়

এমনি করেই হোক না নিজস্বতার আদান-প্রদান

মেঘ-বৃষ্টি ও মান-অভিমানের আবছায়ায়।।


Rate this content
Log in

Similar bengali poem from Drama