টেডি
টেডি
ফেসবুকে জ্বলে ,
সবুজ আলোটা।
তার নাম ছুঁয়ে বেশ,
না বলা কথারা ,
জমা হয়ে ওঠে্,
জানে শুধু ব্যাকস্পেস।
ভেজা ভেজা চোখে ,
টেডিকে জড়াই ।
আমার এ দুই হাতে।
জেগে থাকি শুধু ,
আমি আর টেডি ।
ইনসোমিয়ার রাতে।
নিকোটিনে পোড়ে।
স্মৃতি স্মৃতি ব্যথা।
তাকে খুঁজে ফেরে মন।
কেউ না থাকুক।
তার উপহার।
টেডিটা আপনজন।