কথা
কথা
কথা দেওয়া নেওয়া স্বপ্ন বুননে
রাত কেটে যেত সুখে
কথাগুলো আজ মুক্তো হয়েছে
যত্নে ঝিনুক বুকে।
ওঠা নামা পথে উতর চড়াই
জীবনটা সাপ সিঁড়ি
কথায় কথায় দিন চলে গেছে
কথাদের খুঁজে ফিরি।
বন্ধ মুঠোয় ঝরে যায় বালি
খুললে যে মুঠো ফাঁকা
কে আর বলত মনে রাখে কথা
ভুলে যায় কথা রাখা।
তবু বিশ্বাস ঝিনুক খুললে
মুক্তোর পাবো দেখা
চোখের জলেই সেইখানে জমা
আমাদের কথা রাখা।