STORYMIRROR

সোমা চক্রবর্তী

Classics

3  

সোমা চক্রবর্তী

Classics

কথা

কথা

1 min
509


কথা দেওয়া নেওয়া স্বপ্ন বুননে 

রাত কেটে যেত সুখে

কথাগুলো আজ মুক্তো হয়েছে

যত্নে ঝিনুক বুকে।


ওঠা নামা পথে উতর চড়াই

জীবনটা সাপ সিঁড়ি

কথায় কথায় দিন চলে গেছে

কথাদের খুঁজে ফিরি।


বন্ধ মুঠোয় ঝরে যায় বালি

খুললে যে মুঠো ফাঁকা

কে আর বলত মনে রাখে কথা

ভুলে যায় কথা রাখা।


তবু বিশ্বাস ঝিনুক খুললে 

মুক্তোর পাবো দেখা

চোখের জলেই সেইখানে জমা

আমাদের কথা রাখা।




Rate this content
Log in

Similar bengali poem from Classics