ভীতু
ভীতু


"ভালোবাসি" হয়েছে বলা,
নাকি আছো সেই আঁধারে?
ওষ্ঠ অধর দাহ্য নাকি
ভীষণ তাপও সইতে পারে?
চোখ নামাবে আগের মতই
"ভীতু" বলে হাসিই যদি
শুধু বুঝি বালিই দেখ,
হদিশ রাখো ফল্গু নদীর?
যাচ্ছি বলে চলেই যাব,
আঁচল টানার সাধ্য তো নেই,
বসেই থেকো যেমন আছো
যে তিমিরে সেই তিমিরেই
কি লাভ বল ভেবে ভেবে
আবার কবে দেখা হবে,
পুড়ে যাওয়ার বরাত নিয়েই
পতঙ্গ মন উড়ুক তবে।