STORYMIRROR

সোমা চক্রবর্তী

Classics

3  

সোমা চক্রবর্তী

Classics

আঁকড়ে থেকো

আঁকড়ে থেকো

1 min
218


এই তো হৃদয় ছুঁয়ে আছি

জড়িয়ে আছি বাহুর ডোরে

মরণ এলে আসুক এবার

আঁকড়ে থেকো এমনি করে।


আমার তোমার বাঁধন ভেঙে

একটু না হয় "আমরা" হলে

কানের পাতায় ঠোঁট ছুঁয়েছি

সর্বনামেই ডাকবো বলে।


জড়িয়ে থাকার অমোঘ মায়া

চার অক্ষর-- ভালোবাসো

অনন্তকাল আগলে রাখা

বৃথাই জীবন অঙ্ক কষো।


যুগ কেটে যাক যুগের শেষে

জীবন চলুক ভেঙে গড়ে

মরণ এলে আসুক না হয়

আঁকড়ে থেকো এমনি করে।










Rate this content
Log in

Similar bengali poem from Classics