আঁকড়ে থেকো
আঁকড়ে থেকো
এই তো হৃদয় ছুঁয়ে আছি
জড়িয়ে আছি বাহুর ডোরে
মরণ এলে আসুক এবার
আঁকড়ে থেকো এমনি করে।
আমার তোমার বাঁধন ভেঙে
একটু না হয় "আমরা" হলে
কানের পাতায় ঠোঁট ছুঁয়েছি
সর্বনামেই ডাকবো বলে।
জড়িয়ে থাকার অমোঘ মায়া
চার অক্ষর-- ভালোবাসো
অনন্তকাল আগলে রাখা
বৃথাই জীবন অঙ্ক কষো।
যুগ কেটে যাক যুগের শেষে
জীবন চলুক ভেঙে গড়ে
মরণ এলে আসুক না হয়
আঁকড়ে থেকো এমনি করে।