তোমায় নিয়ে
তোমায় নিয়ে
আছি তোমায় নিয়ে খুশি
চায়না কিছু বেশি,
দুহাত ভরে দিয়েছে ঢেলে
জীবন যে মোর ভরিয়ে দিলে।।
আমার হৃদয় মাঝে আজি বাজে তব বেতান
আরো শূন্য গগন জুড়িয়ে দিয়ে করো যে কলতান
তোমায় ছাড়া নিঃস্ব আমি,রও পাশে আমার তুমি
জেও না ভুলে দূরে কভু ,আমায় তুমি ফেলে ।।

