তোমার ফোনের অপেক্ষায়
তোমার ফোনের অপেক্ষায়
আমি তোমার ফোন পাচ্ছি না কেন?
কি কারণে আমি সেরা মলগুলো
চাষের বলদের মত চষতে চষতে
আমার নিজের চেয়েও দামী একটা
মোবাইল ফোন কিনে সর্বস্ব হারালাম !
তারপর তোমার ফোনের অপেক্ষায় থেকে থেকে আমি ধর্ম কর্ম বর্ণ গন্ধ সব ভুলে গেলাম।
ঈশানকোণে হঠাৎই ফুটে ওঠা রামধনুর দিকে একবারও তাকাইনি
যদি রিং না হয়ে স্ক্রিনে আলো জ্বলে ওঠে তোমার ফোনের কলে।
আমি এখনো বসে আছি বিমূর্ত বিমূঢ় নিগূঢ় তোমার ফোনের মোহাচ্ছন্নতায়!

