STORYMIRROR

Abhijit Halder

Inspirational Thriller

3  

Abhijit Halder

Inspirational Thriller

তোমাকে নিয়ে

তোমাকে নিয়ে

1 min
261

আমার এই মৃত্যুর শহরে

তোমাকে নিয়ে যতবার ভাবি

ঠিক ততবার আমি মৃত্যুর মুখোমুখি।

তোমাকে নিয়ে এ পৃথিবীর যত পথচলা

ঠিক তার চেয়ে ঢের বেশি অনুভবে মরা।


আমার তারা ভরা আকাশে

মনের সীমানায় প্রেমের চিঠি লিখা।

এখানে মনে যতবার ভাবি আমি

ঠিক ততবার তোমারই প্রেমে পরি।

লাল গোলাপের ফুলদানি সাজিয়ে

পৃথিবীর চারিদিকে অনন্তবাতি জ্বালি।



আমার আমি'টাকেই ভালোবাসি

তুমি তোমার তুমি'টাকেই ভালোবাসো;

এক মাস দু- মাস পেরিয়ে প্রায় এক বছর 

শুধু তোমার দেওয়া কথা মেনে চলি,

যদি পৃথিবীতে কখনো বিস্ময় চোখ মেলে

তখন তুমি হারিয়ে যেয়ো নাকো!

তোমাকে আজও চিনতে পারিনি জানো প্রিয়!

একটা ক্ষনিকের দেখায় আমি

তোমার হৃদয়ে গভীর ভাবে জমে গিয়েছিলাম:-

আজ যতই দুঃখ হোক না আমার- তবুও

মেনে নিই; তোমার হাসিটাকে মনে করে।



কয়েক বছর পর যদি আবারও

তোমার সাথে আমার দেখা হয়

তবু আমি তোমাকেই কল্পনায় আঁকবো,

তোমাকে নিয়ে আমি ততবার ভাবি

ঠিক ততবার তুমি আমার মনকে

সাদা কাগজের টুকরোর মতো করে

উড়িয়ে দাও ঝরো হাওয়াতে।



তোমাকে নিয়ে আমার লেখা যত কবিতা

তুলে রেখেছি যত্নে

এ হৃদয়ের গোপন ঘরে।

কখনো যদি হয় তোমার আমার দেখা

তবুও সেদিন আমি তোমাকেই কল্পনায় আঁকবো।



আমার এই মৃত্যুর শহরে

তোমাকে নিয়ে যতবার ভাবি

ঠিক ততবার আমি মৃত্যুর মুখোমুখি।

তোমাকে নিয়ে এ পৃথিবীর যত প্রেম

ঠিক তার চেয়ে ঢের বেশি সান্ত্বনায় ভরা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational