তন্বী
তন্বী


চিরকাল ওগো তন্বী জ্বলিছ
পুড়িছো বহ্নিজালে ;
ভাবিছো তবু নিরীহ দুরুহ মোহে
জগতেরই শুধু ভালে ।
পাইলে না তো কিছুই তবু
হাহারবে মরা ছাড়া ,
আর্তি বুকেতে ধরা ;
জীবন তোমায় চেয়েছে কাছে শুধু ,
চেয়েছে কাছে শুধু ।
ভীষণ দহন অহরহ শুধু সহিবে
কেন গো নারী ?
বিভীষিকাময় সহস্র যোজন
দিবে কেন পাড়ি ?
পাইলে না তো কিছুই তবু
গুমরে মরা ছাড়া ,
আর কাঁদনে আত্মহারা ;
জীবন তোমায় চেয়েছে কাছে শুধু ,
চেয়েছে কাছে শুধু ।