থাক না ইতিহাস
থাক না ইতিহাস


দরজা খুলতেই কিছু উড়োচিঠি পাশ কাটিয়ে সোজা চলে যায় আমার বারান্দায়,যেখানে কোন এক সকালে সে আমার কোমরে হাত রেখে বলেছিল,খুব ভালোবাসি রে...
ভালোবাসি তোর চোখের তারায় সাজানো আমার চোখ, তোর ঠোঁটের কোণায় লেগে থাকা আমার গাঢ় ঠোঁট পালিশের দাগ, তোর আদুরে সোহাগ
দরজা খুলতেই ওদের আমি রোজ দেখতে পাই,
রোজ আসে নিয়ম করে রোজ চলে যায়,
রোজ কাঁদে আর রোজই কাঁদায়
সকাল বিকেল এখন দরজা খোলাই আমার কাজ,
বাকিটুকু থাক না
ইতিহাস.....