The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Debashis Bhattacharya

Classics

2  

Debashis Bhattacharya

Classics

তবুও তোমার নাগাল না পাই

তবুও তোমার নাগাল না পাই

1 min
261


জীবনে মরণে থাকিতে যে চাই

তোমার চরণ তলে

স্বার্থ যখন মোর সম্বল

থাকি তোমায় ভুলে ।


জীবন তরীর সওয়ারী আমি

সুখের দোলায় দুলি

দুখের বাদল জাগায় বিহ্বল

মোহবশে পাল তুলি ।


কামনা-বাসনা-বিষয়-মোহে

সাজায়ে দিও না মোরে

রূপ-যৌবন দিয়েছো তুমি

নিয়েছো কাঁড়িয়া স্ব রে ।


আমি যে তোমার পিয়াসী প্রেমে

যুগে যুগে আসি মরে আর বেঁচে

ঠিলিয়া আঘাত-বেদনা দূরে

মধুর পরশ পাই ভালোবেসে ।


বিচিত্র প্রেম তোমার আমার

জীবন নিয়ে লুকোচুরি খেলা

মিলন আসায় আসি আর যাই

তবুও তোমার নাগাল না পাই ।  


Rate this content
Log in

More bengali poem from Debashis Bhattacharya

Similar bengali poem from Classics