তবু কথা দিও
তবু কথা দিও
বন্ধু বলে ডেকেছ আমায়—
দিয়েছ ভালবাসা,
তোমায় ছেড়ে আসার আগে,
একটু কাছে আসা।
অনেক কথা, অনেক ব্যাথা
রয়েই গেল মনে—
ক্ষুদ্র সময় ফুরিয়ে গেল
তোমার কথা শুনে।
জানিনা আবার এ জীবনে
দেখব তোমায় কবে?
তবু কথা দিও—
“ সারা জীবন বন্ধু আমার রবে।“
