নিশি প্রেম
নিশি প্রেম
শূন্য জীবন ভার কাটে মোর
নীরব তারার মাঝে,
স্তব্ধ আকাশ হঠাৎ যেন
চাঁদের আলোয় সাজে।
মিষ্টি মধুর জ্যোৎস্না ধোওয়া
দীর্ঘ রাতের ছায়া,
চাঁদের পাশে দেখি তোমার
আলো আঁধারি কায়া।
তোমার ভিন্ন জগৎ যেথায়
আমার যে নেই প্রবেশ,
তবু আঁধার রাতে এক হয়ে যায়
তোমার আমার দেশ।
লক্ষ্য তারার মাঝে আমি
তোমার ছবি খুঁজি,
তোমায় ফিরে পাবার আশায়
নতুন পৃথিবী রচি।
নিদ্রাবনত পৃথিবীর কোলে
আমি একা নিশাচর,
শূন্য হৃদয় কেঁদে কেঁদে বলে
তুমি যে এখন পর;
তারার দেশেতে তারা হয়ে আছে
পৃথিবীতে তুমি মৃত।
আমার হৃদয়ে তোমার আসন
রয়েছে সমাদৃত।
মৃত নও তুমি, নও গো জড়
নও তুমি কোন তারা ---
আমার সকল ডাকে তুমি
দেবে প্রেমের সাড়া।।

