অভিযোজন
অভিযোজন
পারলে একটা কোল দিস্,
যেখানে মাথা রেখে মন খুলে কাঁদতে পারব।
এক বুক কান্না জমে আছে যে,
নিঃশব্দ, নির্বাক কান্না;
যাতে জল নেই, নেই রাগ-অভিমান,
আছে শুধু ব্যাথা, একটা চাপা ব্যাথা।
খারাপ লাগার ইঁট গুলো জমতে জমতে;
যেখানে আজ বিচ্ছেদের বিরাট প্রাচীর।
জানিস্ তো এখন আর চোখের জলে
বালিশ ভেজাই না।
কান্নার শব্দও এখন কেউ পায়না শুনতে।
কষ্টগুলো কমে গেছে?
নাহ্, সয়ে গেছে হয়তবা।
অবশ্য অভিযোজিত হতে গেলে
মনে নয়, মেনে নিতে হয়।
তাইতো আজ আর লবনাক্ত জল
গাল বেয়ে ঠোঁট ছোঁয় না।
নকল হাসির আলোয়
ব্যাথার ছবিও ভাসে না।।
