মন ফাগুনের গল্প
মন ফাগুনের গল্প
গল্পগুলো ছন্নছাড়া,
কিছুটা চোখের আদরে, বাকীটা না বলা কথায়।
ইচ্ছে হতো আঙুলের ভাঁজে আঙুল রাখি,
ইচ্ছে হতো তোর গায়ের গন্ধ নিজের গায়ে মাখি।
তুইও কি ভাবতি আমায় নিয়ে?
আঁকতি ছবি বৃষ্টির রঙ দিয়ে?
চলত মনে তোকে নিয়ে গোপন গোপন খেলা,
তুইও কি লিখতি বসে আমার মেয়েবেলা?
তোকে নিয়ে স্বপ্ন ছিল, অভিমানের গল্প ছিল,
তুইও তো এগিয়েছিলি ঐ পথেরই শুরুটা।
হঠাৎ কেন হারিয়ে গেলি?
আমার একলা রাতের গল্প হলি,
মন ফাগুনের উথাল হাওয়ায় আসিস যদি আবার...
বাসিস ভাল যেমন ছিলি আমার ছোটবেলার।।

