স্বপ্ন
স্বপ্ন
তোমার হাতে হাত রেখে—
হারিয়ে যাব সাগর পারে,
ভাসিয়ে দেব স্বপ্ন তরী
নীল সাগরে অচিন পুরে।
তোমার ত’রে রাখব গেঁথে—
মুক্তো ভরা ঝিনুক মালা।
অস্তাচলের রঙিন আভায়,
আমার পাশে তোমার আসা।
তোমার চোখে আঁকব আমি,
আমার প্রেমের ছবি;
ভালবাসার নীল আকাশে,
তুমিই আমার রবি।

