ভোরের স্বপ্ন
ভোরের স্বপ্ন


তোমার আমার প্রেমের মানে;
কোনো শরীর পাবার গল্প নয়।
তোমার আমার প্রেমের মানে;
লোকসমাজে ফাঁসের ভয়।
তোমার আমার প্রেমের কাছে,
ভালোলাগার কোনো শেষ নেই।
তোমার গন্ধ,তোমার দোষ;
ভালোলাগা আছে সবেতেই।
তোমার আমার প্রেমের মানে শুধু ;
১৪ তারিখে বিশেষ নয়।
তোমার আমার প্রেমের কথা ;
রোজই নতুন গল্প হয়।
ভালোবাসা আছে অল্পঅল্প ;
কতশত পাতা প্রেমের গল্প ।
এত সকালে ফেসবুকে বসে ,
ভাবছটা তুমি কী ?
সত্যি বলছি,আজকে ভোরের
স্বপ্নেতে, আমি তোমাকেই দেখেছি।