STORYMIRROR

Riya Roy

Abstract Romance Classics

4  

Riya Roy

Abstract Romance Classics

এক জীবন

এক জীবন

1 min
446


এক আকাশ অভিমান,

ক্যানভাস ফিকে সাদায় কাক ভেজা স্নান।

অকারণ সংশয়,

বুকের বাঁ দিকে অবক্ষয়।।


চতুর্ভুজ ছুঁয়ে ছুঁয়ে হাতড়ায় নীরবতা,

মুহূর্তেরা তবু মুহূর্তকে বলতে চেয়েছে কথা।

 নরম রোদ বাঁচে শহর,

অনুভূতির ছদ্মবেশে স্মৃতির চাদর।।


টুপ টুপ কুয়াশার ভীড়,

বেহিসেবী হাওয়ার আবেশে,

মিশে যায় ভুল ঠিক সময় বিশেষে।।


সিঁড়ি ভাঙা অঙ্ক --------

রোজনামচার পাতায় পাতায়,

যোগ বিয়োগ কাটায় জীবন পাশাপাশি,

অভিধান পাতা উল্টে থামে শব্দ-- ভালোবাসি


Rate this content
Log in

Similar bengali poem from Abstract