অনুপল
অনুপল
আকাশের রঙ নীল ছিল না,
তবুও আমি ছবি এঁকেছি আকাশের বুকে,
লাল হলুদ আর সবুজের ছোঁয়ায় গল্প বুনেছি সেদিন;
কুয়াশার আলিঙ্গনে হেঁটেছি ঐ আলপথে,
মিঠে রোদ্দুরকে জড়িয়ে উপভোগ করেছি উষ্ণতা।
স্রোতস্বিনী নদীও যে বড়ই শান্ত এখন--
তবুও আমি ভালবেসেছি ঐ শান্ত স্নিগ্ধ জলরাশিকে,
আজ হয়ত একলা ঘরে,
দাগ কাটছি স্নানের জলে,
তবু মূহুর্তরা আজও বাঁচে তোমার আমার গল্প বলে...
