STORYMIRROR

Bratati Das

Romance

3  

Bratati Das

Romance

শুধু মেঘ নয়

শুধু মেঘ নয়

1 min
203


আমি শুধু মেঘকেই ভালবাসিনি,

        ভালবেসেছি আকাশকেও।

 কখনও শুধুই তারাদের চেয়েছি পাগলের মত;

 আবার কখনও ভিজতে চেয়েছি জ্যোৎস্নাতেও।

 

ঐ যে বললাম শুধু মেঘকেই নয়

        ভালবেসেছি রোদ্দুরকেও...

নীল ঢেউগুলোর আদরে-আবদারে ভাসিয়েছি নিজেকে--

কখনও শুধুই লুকোচুরি খেলেছি পাইনের রোদ-ছায়াতে।

 

ভালবেসেছি পাহাড়ের গায়ের গন্ধকে,

ভালবেসেছি সূর্যাস্তের রঙিন দিগন্তকে।

হেমন্তের হিমেল হাওয়া যখন আলতো করে ছুঁয়ে গেল

আটকাতে পারিনি নিজেকে,

আরও কিছুটা ভালবাসতে চেয়েছিলাম…

      তাইতো শুধু মেঘ নয়,

ভালবাসি আজও প্রতিটা নতুন সূর্যকে ।।

        


Rate this content
Log in

Similar bengali poem from Romance