STORYMIRROR

Arijit Ojha

Comedy

3.0  

Arijit Ojha

Comedy

তবলচি বেণীমাধব

তবলচি বেণীমাধব

1 min
862


রাত যখন একটা,

বাজিয়ে ঘুমের বারোটা,

ধাই ধপা ধপ বাজান তবলা,

রতন বাবুর শালা।

নাম তার বেণীমাধব, বাড়ি বেনিয়াতলা,

সকাল সন্ধ্যা চলছে লড়াই নিয়ে জোড়া তবলা।

শখ আছে ষোলোআনা, তবলা বাজানো তে,

পাননি কখনো সুযোগ তবু রেডিও বা টিভি তে।

মনে মনে ঘুমের ঘোরে শুধুই ভাবেন,

একদিন বিশ্বসেরা তবলচি নিশ্চই হবেন।

ভেবে ভেবে ক্ষয়ে গেলো, হাতদুটো বাজিয়ে তবলা,

তবুও হননা খান্ত বেণীমাধব বালা।


Rate this content
Log in