STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Tragedy Others

সুস্থচিন্তার জন্য লড়াই

সুস্থচিন্তার জন্য লড়াই

1 min
172

কাজের থেকে ফেরার পথে ওই রাস্তার মোড়ে

হয়েছিলাম কিছু অসুস্থর লালসার শিকার সন্ধ্যেরাতে,

ইচ্ছেমত মজা লুটে নিলো আর লাশ ভেবে ফেলে চলেও গেলো,

প্রথমবার মেয়ে হয়ে জন্মানোর জন্য হতাশায় দীর্ঘশ্বাস ফেললাম,

লোকের কাছে আজ হতে আমিও কি ধর্ষিতা নাম পেলাম?

হয়তো ভালোবাসার চোখে আর দেখবে না কেউ আমায়,

ডাকবে না আর আমার নামে - নতুন নাম যে হলো ধর্ষিতা

বিবর্ণ হতে লাগলো আমার চারপাশ - ভারী হচ্ছে নিঃশ্বাস,

অসুস্থ মনের মিনিট পাঁচেক এর আনন্দ

ভাসিয়ে দিলো আমাকে অনিশ্চয়তার পথে।

না আমি ভীতু নই ,তবে সমাজের উপহাসে ভেঙে পড়ি

এতো অবজ্ঞা সত্ত্বেও আত্মহত্যার পথ বেছে নিইনি

আত্মবিশ্বাসকে আরো জোরদার করে

পুরোনো আমি'কে আবারও পুনরুদ্ধার করি। 


এমন সময় তুমি এলে ভালোবাসার কথা জানাতে,

সেদিন খুব করে হেসেছিলাম,অট্টহাসি বলা যায়

কি জানো আমার সম্পর্কে? - অতীত শুনে পিছিয়ে যাবে নিশ্চয়

তুমি নাছোড়বান্দা ছিলে জানতে কি এমন ঘটেছিলো

তাই আবারও টেনে আনলাম অতীত বর্তমানের মাঝে

সবটা শুনে তুমি যা বললে আমি কখনও ভাবতে পারিনি বললে, "তোমার অতীতটা জেনে আরো বেশি ভালোবাসলাম, নিজেকে ধর্ষিতা বলবে না কখনো - তবে ওই অসুস্থদের দেখলেই ধর্ষক বলাটা ভুলো না"।

সত্যি পূর্ণ করলে আমায় তুমি তোমার ভালোবাসায়, ফিরে পেলাম নিজের বিশ্বাস ভবিষ্যতের সুস্থ চিন্তায় ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy