STORYMIRROR

Ahana Pradhan

Romance Children

3  

Ahana Pradhan

Romance Children

সুপ্রভাত

সুপ্রভাত

1 min
185

আকাশে এখনো বাঁকা টিমটিমে চাঁদ,

চারিদিকে আবছায়া কুয়াশার ফাঁদ।

পাখি পিকু পিকু ডাকে

বড়ো গাছেদের ফাঁকে,

সব ছেপে এঁকেবেঁকে 

দূরে কারখানা থেকে

ভেসে এলো সাইরেনের সিংহনিনাদ।


ফাগুন মাসের শেষে রাত-ভোর ক্ষণ,

মিহিমিহি শীত-হাওয়া বইছে এখন।

উঁচিয়ে পর্দা তুলে

দিয়েছি জানলা খুলে,

বিছানায় দুলে দুলে

মেখে ভোর গায়ে-চুলে

খেয়ালই করিনি আলো ফুটলো কখন!


ধীরে ধীরে বেলা হয়, লোক বাড়ে পথে;

চায়ের আগুন জ্বলে দোকানির হাতে।

গাড়ির আওয়াজ হয়,

বাস গতিবেগে ধায়,

রিকশার দল যায়,

ভিখারীরা গান গায়,

সংসারী লোক চলে হেঁটে বাজারেতে।


কলিংবেলের টিং বাজে দরজাতে,

দুধ এলো বোধ করি, পেপার সনেতে।

আড়মোড়া ভেঙে ফেলে

উঠে বসি হাই তুলে,

বিছানা গুছিয়ে রেখে,

রোদের ছোঁয়াচ মেখে,

রোজকার কাজ শুরু নতুন প্ৰভাতে!



Rate this content
Log in

Similar bengali poem from Romance