STORYMIRROR

Sudeb Bhadra

Romance Fantasy

3  

Sudeb Bhadra

Romance Fantasy

সুপারস্টারের নাম ময়ূখ (19)

সুপারস্টারের নাম ময়ূখ (19)

1 min
31



বোধহয় আমি তখন একটি স্থানে

কারুর অপেক্ষায় ছিলাম। 

হঠাৎ একটি উজ্জ্বল নক্ষত্র

আমাকে অবাক করে দিয়ে

ছুটে চলে গেল আমার সামনে দিয়ে। 

কয়েক মহূর্তের মধ্যে সে 

দূরে, আরও দূরে, আরও দূরে। 

বোধহয় মিলিয়ে গেল

এই সীমাহীন মহাজগতের কোনো এক বিন্দুতে। 


কোথা থেকে এই নক্ষত্রের সৃষ্টি

আমি তা আজও জানিনা। 

বোধহয় অন্য কোনো মহাজগত থেকে

কোনো এক মহাজাগতিক কারণে

তার সীমানা অতিক্রম করে

এই মহাজগতের মাঝে চলে এসেছে। 

কী তার অসীম বেগ

যেন এই মহাজগতের কোনো বলই

তার ওপর প্রভাব বিস্তার করতে পারে না, 

যেন ব্ল্যাক হোলের আকর্ষণ

তার অসীম বেগের কাছ

ে নিস্তেজ হয়ে পড়ে। 


সে একার মতো ছুটে চলেছে, 

ছোটার পথে একটিও সঙ্গী নেই। 

সে যে কোথায় ছুটছে

আর কেনই বা ছুটছে

এই মহাজগতের কোনো বস্তুই

এ বিষয়ে অবগত নয়। 

শুধু সেই হয়তো জানে

তার ছোটার কারণ, 

তাই সে ছুটে চলেছে। 

তার চক্ষু থেকে নির্গত ওই লাল রশ্মি

তার পেছনে ছুটে চলেছে, 

সেই মহাজগতের সকলকে জানিয়ে দিচ্ছে

তার ছোটার ওই গতিপথ। 

এরপর কখনো মহাজগতের সবাই একসাথে

সাহস করে জিজ্ঞাসা করলো

কী এই নক্ষত্রের নাম? 

সে গম্ভীর গলায় জানিয়ে দিল

তার একটিই নাম "MAYUKH"।।


          


Rate this content
Log in

Similar bengali poem from Romance