ঝরাপাতা (21)
ঝরাপাতা (21)


( দ্বিতীয় অংশ)
আমি চলেছি একাই
কোনো এক রাজকীয় পথ দিয়ে,
কেমন সে পথের শেষ
আমি তা জানি না,
আমি কোথায় যে যাব
আর কেনই বা যাব
আর কতটুকুই বা যেতে পারবো
আমি সেটুকুও জানি না,
আমি শুধুই জানি
শুধুমাত্র আমিই এ পথের একলা পথযাত্রী
এই পথে অপর কেউ নেই
আমাকে সাহায্য করার মতো,
আমি শুধুই জানি
এ পথ আমাকে নিয়ে যাবে
এই সুন্দর স্বপ্নের রাজ্য থেকে
কোনো এক কঠিন বাস্তবের রাজ্যে;
তবুও আমি চলেছি
এই অমসৃণ- রুক্ষ পথ ধরে
কোনো এক অজানা মায়ার টানে,
এই পথ আমাকে অনেক কিছু দেখাতে চায়
এক অজানা অভিজ্ঞতার সাক্ষী করতে চায়
যা ইতিমধ্যে আমার কখনো হয়নি।