STORYMIRROR

Sudeb Bhadra

Tragedy

4  

Sudeb Bhadra

Tragedy

তোর আর দাম কি

তোর আর দাম কি

1 min
425

হল রে শেষ মহামারীর - 

রইলি না আর কারো মাঝে;

কেন রে তুই, কোন খেয়ালে আজ

রাস্তার ধারে এমন আবর্জনার সাঝে। 

ওরে ও মাস্ক - তোর আর দাম কি!! 


মানুষ মারার খেলা রুখতে তখন

তুই যে ছিলি একলা সৈনিক;

বীরের মতো রক্ষা করলি রে কত প্রান

তোরই আশ্বাসে তখন,আমরা হলাম যে নির্ভীক।

ওরে ও মাস্ক - তোর আর দাম কি!! 


প্রয়োজন হলে রে শেষ

তোর আমার একই বেশ;

আজ যে সবুজ, কাল সে লাল

প্রয়োজন হলে রে শেষ, সবই জঞ্জাল। 

ওরে ও মাস্ক- তোর আর দাম কি!! 


সময় আসে, সময় যায় রে আপন খেয়ালে

সমুদ্রে খেলে কত ঢেউ;

কত রাজার পতন দেখলি রে তুই

তবুও মনে কি আর রাখবে কেউ? 

ওরে ও মাস্ক- তোর আর দাম কি!! 


অবহেলার শিকার হবে কি এই বীর সৈনিক

মনে রাখবে কি কেউ অতীতের সেই কঠিন পথ! 

দুই টাকা দাম নয় রে তোর

তুই যে এক অমূল্য সম্পদ। 

ওরে ও মাস্ক- তবুও তোর দাম কি!! 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy