আনন্দ
আনন্দ


এদিকে ওদিকে খুঁজিতে যাই
বৃথা যায় সকল চেষ্টায়,
আকাশে বাতাসে ধূলিকণার মতো বিরাজমান সে
তবুও কোথাও না তারে দেখিতে পাই।
তাকে খুঁজিয়া লইতে হয়
নিজের মতো করে আপন চেষ্টায়,
খুঁজিয়া পাইলে কখনো তাকে সবার মাঝে
ভাগ করিয়া লইতে হয়।।
এদিকে ওদিকে খুঁজিতে যাই
বৃথা যায় সকল চেষ্টায়,
আকাশে বাতাসে ধূলিকণার মতো বিরাজমান সে
তবুও কোথাও না তারে দেখিতে পাই।
তাকে খুঁজিয়া লইতে হয়
নিজের মতো করে আপন চেষ্টায়,
খুঁজিয়া পাইলে কখনো তাকে সবার মাঝে
ভাগ করিয়া লইতে হয়।।