শিকার
শিকার
রাত্রি যখন ঘনীভূত হয়
যখন সমগ্র জগৎ গভীর ঘুমে আচ্ছন্ন;
যখন নিস্তব্ধ রাত্রি শান্তিকে স্বাগত জানায়
তখনও কিছু নেশাতুর চোখ
জেগে থাকে শুধু শিকারের অপেক্ষায়।
এ যে খাবার শিকার নয়,
অর্থ লুঠও নয়,
একাকী রাতের অসহায়তায়
শিকার হয় একটি প্রেম,
শিকার হয় বহু লাঞ্ছনার।
কালো রাত্রির অসীম সময়ের মাঝে
মৃত্যু ঘটে বহু রাতজাগা স্বপ্নের।
শিকারের সন্ধানে ওরা ঝোঁপেঝাড়ে নয়,
সমাজের বুকে ভদ্রতার মুখোশে
লুকিয়ে থাকে সাধুর বেশে।
সুযোগ পেলেই ঝা
ঁপিয়ে পড়ে শিকারের ওপর
হিংস্র বন্য জানোয়ারের মতো
ওই মুখোশধারী নরপশুরা,
মুহূর্তের মধ্যে কামাতুর চোখে
জ্বলে ওঠে আগুনের স্ফুলিঙ্গ;
তীক্ষ্ণ দাঁতের কামড়, বিষাক্ত নখের আঁচড়ে
ছিন্নভিন্ন হয় একটি শরীর,
শান্ত পৃথিবীর বুকে রচিত হয়
নতুন এক নগ্ন অধ্যায়ের।
অনেক চেষ্টা, অনেক লড়াই, অনেক চিৎকার-
অবশেষে ব্যর্থ হয় নিজেকে রক্ষায়!
নির্জন রাতের নক্ষত্রদের অতন্দ্র পাহারার মাঝে
লুটিয়ে পড়ে নগ্ন এক রক্তাক্ত দেহ;
অসীম উল্লাসের মাঝে হারিয়ে যায়
বহুদিনের অলীক সব কল্পনাগুলো।।