সময়ের উপহার(14)
সময়ের উপহার(14)
সময়— পৃথিবীর সবচেয়ে সুন্দরের নাম
আর সবচেয়ে কষ্টেরও বোধহয়;
সে আসে আর যায়
কাউকে ভ্রূক্ষেপ করে না সে,
নিজের মতো চলে নিজের তৈরি পথে।
তার পথের সবটাই মসৃণ
কোনো বাধা নেই সেখানে
নিরবিচ্ছিন্ন তার গতি,
এক বিশাল তেজের অধিকারী সে
আর অহংকারীও বটে।
পারবে না তুমি থামাতে তাকে
পারবে না তাকে বাঁধতে,
পারবে না হার মানাতে তাকে,
পারবে শুধু তাকে জয় করতে
নতুবা তোমাকে সে জয় করবে
তার নিত্যনতুন কৌশলের মাধ্যমে
যদি তাকে করো অবহেলা।
তার মূল্য যে অসীম
পারবে না তুমি মেটাতে,
প্রতিটি নিশ্বাসে তার ঝরে পড়ে
হাজার হাজার মুক্তার বিন্দু
কিংবা কখনো
কখনো বিষাদের বালুকণা।
কখনও তোমায় দেবে সে সুখ
কখনো কেড়ে নেবে তা মাঝে মাঝে,
তার খেলা শুধু মানুষকে নিয়ে নয়
পৃথিবীকে নিয়েও নয়,
সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টি
তার শাসনে পরাধীন।
কখনো উত্থান, কখনো আবার পতন
হাজার হাজার নক্ষত্র ঝরে পড়ে অনায়াসেই
তার নিষ্ঠুর পরিহাসে;
বোধহয় দারুণ মজা পায় সে।
যদি খেলার সাথী হতে চাও তার
তবে দূর থেকে নয়,
তাকে ভয় পেয়েও নয়,
সামনে এসে দাঁড়াও।
খেলায় মেতে ওঠো তার সাথে
দ্বিধাহীন অফুরন্ত প্রাণশক্তি নিয়ে,
জিততে পারলে তুমি পাবে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার
জীবনসংগ্রামে জয়ী হওয়া
একটি মূল্যবান জীবন।।