STORYMIRROR

Moitreyee Ghosh

Classics

2  

Moitreyee Ghosh

Classics

সত্যিই তো

সত্যিই তো

1 min
535


বর্ষা শেষের ইঙ্গিত দেয় আকাশ

সমস্ত তেলকালি মুছে

চকচক করে ওঠে,

স্বর্গ থেকে মর্তে আসবেন উমা

তাইতো ধোয়া মোছা আকাশ পথ।

মর্তবাসীদের ও বড্ড ব্যস্ততা

শুধু কি ঘর! 

পথঘাট ও যে প্রমাণ দেয় 

মায়ের আগমনের,

ভীষন সতর্ক আমরা 

কোথাও যেন থাকে না কোনো অন্ধকার!

নোংরা বস্তি, অভাবী মানুষ

সবই দূর করতে হবে, 

অভাব না মেটাতে পারলে, 

অভাবী মানুষ গুলোকে তো দূর করা যায়

তাই হচ্ছে চতুর্দিকে

ওদের সরিয়ে রাস্তা মুরেছে রাঙতায়,

এবার আসবেন দূগ্গা,

সত্যিই তো??


Rate this content
Log in