সৃষ্টি
সৃষ্টি


স্রষ্টার সৃষ্টি যখন ছুঁয়ে যায় পাঠকের মন তখনই স্রষ্টার উদ্বেলিত মন স্পর্শ করে গহীন হৃদয়ের সৃষ্টিশীলতাকে ,একই আকাশে ওঠে চাঁদ , ফোটে ফুল, ডাকে পাখি, ঋতুরা উঁকিঝুঁকি দেয়, তার মধ্যে খুঁজে পায় জীবনের প্রকৃত অর্থ, সুরে ছন্দে, আনন্দে, নিরানন্দে স্রষ্টা সাজিয়ে তোলেন তার অনুভূতির পসরা, শব্দভাণ্ডারের কান্ডারী প্রনামি তোমায়, চালাও বৈঠা এগিয়ে নিয়ে চলো গভীর থেকে আরো গভীরে।