সপ্তর্ষির হাট
সপ্তর্ষির হাট


সেদিন হঠাৎ দেখা...
প্রায় বছরখানেক পর, নতুন আষাঢ়ে
আরও কিছুটা গাঢ় নীল জমেছে ওই মিথ্যা চোখে
পুরোনো সাদাকালো জামায় এখনও অস্পষ্ট আমার অযৌক্তিক অস্তিত্ব
কান্না ধোওয়া সহজ নয়, জানো
বৃষ্টি শেষের গোধূলির আলো, তোমার বাম বুকে
ও ঘরের ঠিকানা আছে
রাস্তায় জল
মেঘলা আঁচল
আর ইতিহাস থেকে খুঁজে পাওয়া কিছু দরিদ্র সম্বল
আমার আবার আকাশে তারা ফোটে
দেখি, সপ্তর্ষির সভা
বানানে হঠাৎ হঠাৎ ভুল করে মেঘ
ঝাপসা ঘরের কোণ, গল্প বলে একা..