STORYMIRROR

Sudeepa Mondal

Inspirational

4  

Sudeepa Mondal

Inspirational

সঙ্কটকাল

সঙ্কটকাল

1 min
22.7K


বিশ্বজুড়ে সঙ্কটকাল

জীবন বিপর্যস্ত

চারিদিকে আজ হাহাকার শুধু

প্রানের গতি স্তব্ধ।


রাতের আকাশে হাসে না তো চাঁদ

বাতাস করে না খেলা 

বিষাক্ত হয়েছে প্রানবায়ু আজ

বিমর্ষ জীবনের বেলা।


মানবতা আজ সাহস হারিয়ে 

হয়েছে স্বার্থপর

মুমূর্ষকে স্পর্শ করতে

প্রান কাঁপে থর থর।


 সূর্যটা তো একই ভাবে

জাগছে পূব আকাশে 

রোদ ঝলমল দিনগুলো সব

কাঁদছে শুধু বিষাদে।


চাই নি তো বদ্ধ জীবন

কেন এ অবকাশ?

বৈশাখী সেই ঝড়ো বাতাস

মাতাক আকাশ বাতাস।


এই নববর্ষে আঁধার কাটুক

উল্লাস নামুক জীবনে

নতুন নতুন স্বপ্ন ভাসুক

সবার মন আকাশে।


আসুক আবার কালবৈশাখী

নামুক ধূলি ঝড়

জমে থাকা সব বিষন্নতা

হোক না আবার পর।


খুলে যাক্ সব বন্ধ দুয়ার 

শুরু হোক চলাচল

আমাদের আবার হবেই দেখা

নিয়ে পুরোনো কোলাহল।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational