স্মৃতিটুকু রয়ে যায়
স্মৃতিটুকু রয়ে যায়




প্রাণের আধার ছিলো পঞ্চভূতে গড়া সেই দেহ৷
ফেলে রেখে চলে গেলো, কোথা আছে বলিতে পারে কি কেহ?
হয়েছে সময় তার,ফেলে রেখে চলে গেছে অমৃতলোকে—
নশ্বর সঙ্গীরা রয়েছে যে বেদনায়, অশ্রুসজল চোখে!
নশ্বর জীবদেহ চিরকাল ধরে রাখা যায় না—
সুখস্মৃতি রয়ে যায়, মন থেকে মুছে ফেলা হয় না!