সমাজ
সমাজ
খোলসটুকুই আছে শুধু আজ
শূন্য সমাজটাতে,
পুরাকালের বিধি নিষেধ
লেখা নেই আর তাতে |
শক্তি নেই, একতা নেই
নেই কোনো প্রেরণা;
নিজস্বতা হারিয়ে এখন
(শুধু) সামাজিক ছলনা |
আবরণটা টেনে খুললেই
দেখতে পাওয়া যাবে,
উদ্দেশ্য হারিয়ে সবাই
বহুল কাজের নামে,
প্রচার কার্য্য করে চলে শুধু
আসলে আস্ফালন,
প্রতি কার্য্যেই পাওয়া যাবে তার
ব্যর্থ সংস্করণ |
শক্তি কোথা ? 'একতাই বল'
প্রবাদ হারিয়ে আজ
প্রত্যেক জনে নিজেই হয়েছে
বর্তমানের সমাজ |
সকলেরই সমান অধিকার
প্রয়োগ ঘটিয়ে তারা,
সকলেই আজ রাজা, মহারাজা
প্রজা দুঃখী যারা |
গরিব যারা ইচ্ছেমতো
করতে পারে না কিছু,
করতে গেলেও সংকোচ এসে
বাধা দেয় তার পিছু |
ওপর মহল বলবে তারে
বেরিয়েছে কটা হাত,
সমাজেরই মঙ্গলতরে
ওদের এতো সাধ |
দুঃখী যারা তাদের ওপর
বিধি পরে সমাজের,
লঙ্ঘন তা করলে পরেই
শাস্তিতে মেটে জের |
(অথচ) উচ্চাসনে বসে যারা
বড় বড় বুলি বলে,
মানে না সমাজ, মানে না নিয়ম
নিজ মতে তারা চলে |
সঠিক পথে চলবে কিনা
ধার ধারে না তার,
শাস্তি দেবে কে এসে আজ
ওদের শক্তি অপার |
অলীক সুখের সহকারী তারা
তাদের বাঁধবে হাত ?
পাপের বোঝায় মানতে নারাজ,
তোমারেই অভিশাপ |
(তাই) নিয়ম ভেঙে, শৃঙ্খলা ভেঙে
শৃঙ্খল নেই হাতে;
ছলনায় ভরা এই সমাজে
তারাই আছে জাতে |
(অথচ) যারা পুরাকালের
বিধিনিষেধ গুলোয়,
মেনে চলার চেষ্টা করে
বহু গোলেমালেও--
তারাই হলো সমাজচ্যুত,
তারাই এলো না জাতে;
সুনাম পেলো তারাই যারা
ছলনায় আছে মেতে |
বর্তমানের সমাজটি তাই
বিভক্ত দুটি দিকে,
খোলস ছাড়ালে ধরে ফেলা যায়
আসল স্বত্তাটিকে |
গঠনের নামে ভাঙছে যারা,
তাদের মনোবৃত্তি
আবরণেই থাকবে ঢাকা,
গরীবে পাবে না তৃপ্তি |
